আকাশ ছোয়ার স্বপ্নটা যেন সড়কেই সমাপ্ত হলো।

ইচ্ছা ছিল আকাশ ছোয়ার কিন্তু মাটিতেই যেন শেষ হয়ে থেমে পরতে হলো রেশমা নাহার কে।
ছবিঃ ফেসবুক থেকে সংগৃহীত

পর্বতারোহী এই সাইক্লিস্টের স্বপ্ন ছিল মাউন্ট এভারেস্ট জয় করার, 

অথচ সেই স্বপ্ন যেন সড়ক দূর্ঘটনায় থেমে যেতে হলো।

পর্বতারোহী রেশমা নাহার রত্না আজ (আগস্ট ২০২০সকাল ১১টায় চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কেসাইকেল চালানোর সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের লেকের রোড দিয়ে গণভবনমুখী সড়কে দিয়ে যাচ্ছিলেন চন্দ্রিমায় ঢোকার ব্রিজের সামনের সড়কে একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়যাতে তাঁর মাথায় আঘাত লাগে পথচারীরা উদ্ধার করে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন


পেশাগত জীবনে তিনি ছিলেন প্রাথমিক স্কুল শিক্ষক ছিলেন শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন এডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন গত বছর নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ছয় হাজারি মিটার পর্বত আরোহণ করেন

দৌড়াতে ভালোবাসতেন রত্না ম্যারাথন দৌরেও পটু ছিলেন দুর্ঘটনার সময়ও হ্যান্ডেল বারে দৌড়ানর জুতো জোড়া তাঁর হেলমেটের সাথেই ঝুলছিল হয়ত সকালে দৌড়ে ছিলেন তার জীবনের দৌড় থেমে গেলো এত অল্প বয়সেই
 

 আকাশ ছোয়ার স্বপ্নটা যেন সড়কেই সমাপ্ত হলো।

Post a Comment

0 Comments